বাগডোগরা, ২৪ সেপ্টেম্বরঃ ২৮০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার পুলিশ।ধৃতদের নাম মহম্মদ রাজু, মোস্তাফা হোসেন এবং উমেশ ছেত্রী।মহম্মদ রাজু, মোস্তাফা হোসেন মালদার কালিয়াচক এবং উমেশ ছেত্রী মালবাজারের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাগডোগরার ভুট্টাবাড়ি থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ২৮০ গ্রাম ব্রাউন সুগার।
পুলিশ সূত্রে খবর, মহম্মদ রাজু ও মোস্তফা হোসেন বাগডোগরার লোকনাথ নগরে বাড়ি ভাড়া নিয়ে ব্রাউন সুগারের কারবার চালাচ্ছিল।এই দুজন মাদক নিয়ে এসে বাগডোগরা এবং শিবমন্দির এলাকায় বিক্রি করত।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।