শিলিগুড়ি, ২৭ নভেম্বর: ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম গফফর শেখ।মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে পোড়াঝাড় মোড় এলাকায় অভিযান চালায় এনজেপি থানার পুলিশ।এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। এরপরই গ্রেফতার করা হয় ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে ব্রাউন সুগার এনে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্য ছিল ব্যক্তির।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
