বাগডোগরা, ২৮ ফেব্রুয়ারিঃ বাগডোগরায় ২৮৫ গ্রাম ব্রাউন সুগার সহ গেফতার এক মাদক ব্যবসায়ী।ধৃতের নাম বিশ্বজিৎ বর্মন(২৬)।
জানা গিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে বাগডোগরার বিহার মোড়ে অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।বিহার মোড়ে ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল সে।
ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।