খড়িবাড়ি, ৭ জুলাইঃ ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি পুলিশ।গ্রেফতার যুবকের নাম প্রবীণ লামা(২৬)।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পানিট্যাঙ্কি ওভার ব্রিজে ওই যুবককে আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫০ গ্রাম ব্রাউন সুগার।এরপরই যুবককে গ্রেফতার করা হয়।
ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট এর আওতায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।