শিলিগুড়ি, ১৬ আগস্টঃ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) ও শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতদের নাম বরসাই কিস্কু(৩৬) এবং বন্ধন মাঝি(৪০)।দুজনই দার্জিলিং এর বাসিন্দা।
জানা গিয়েছে, আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে যে শিলিগুড়ির বাগরাকোট এলাকায় মাদক পাচার করা হবে।এরপর শিলিগুড়ি থানার পুলিশকে নিয়ে বাগরাকোট এলাকায় যৌথ অভিযান চালায় এসওজি।
বাগরাকোটে এফসিআই গোডাউন সংলগ্ন ২০ নম্বর গলিতে ৩ ব্যক্তিকে স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের।যদিও পুলিশ দেখেই তিনজনের মধ্যে একজন পালিয়ে যায়।ধরা পড়ে যায় দুজন।এরপর তল্লাশি চালাতেই তাদের স্কুটি থেকে উদ্ধার হয় ৬০০ গ্রাম ব্রাউন সুগার।যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
পুলিশ দুজনকে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে গ্রেফতার গ্রেফতার করেছে।বৃহস্পতিবার দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে এসওজি ও পুলিশ।