জলপাইগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

জলপাইগুড়ি, ১ মেঃ ১০০ গ্রাম ব্রাউন সুগার সহ ২ যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ।ধৃতদের নাম হাকারু পাসওয়ান ও মঞ্জল মন্ডল।


পুলিশ সুত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে দুই যুবক শহরে স্টেশন পাড়া, দিন বাজার ও বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রি করছিল।দিনবাজার এলাকায় ব্রাউন সুগার বিক্রি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুজন এই খবর আসে পুলিশের কাছে।এরপরই হাতেনাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ৷তাদের কাছ থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম ব্রাউন সুগার।

শনিবার অভিযুক্তদের আদালাতে তোলা হয়।এই চক্রে কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom giriş