শিলিগুড়ি, ২০ আগস্টঃ যৌথভাবে অভিযান চালিয়ে কোটি টাকার ব্রাউন সুগার সহ দুই মহিলাকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) ও শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতদের নাম ময়না বেগম এবং শাহিনা খাতুন।মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা।
জানা গিয়েছে, এই দুই মহিলা বেশকিছুদিন ধরে টাকার লোভে মাদক দ্রব্য পাচার করছিল।এদিনও দুজন মাদক পাচারের জন্য নিউ মিলনপল্লী এলাকায় পৌঁছায়।এই খবর পায় এসওজি।এরপরই এসওজি ও শিলিগুড়ি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুই মহিলাকে ধরে ফেলে।তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে উদ্ধার হয় ৫০০ গ্রাম ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় কোটি টাকা।
এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
