শিলিগুড়ি, ২৪ ডিসেম্বরঃ ভারত নেপাল সীমান্তের কাছে অভিযান চালিয়ে কোটি টাকার ব্রাউন সুগার সহ এক মহিলা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতদের নাম রুলেখা খাতুন এবং কল্যাণ রায়।রুলেখা মালদার এবং কল্যাণ রায় দার্জিলিঙের শিমুলতলার বাসিন্দা।
শুক্রবার দার্জিলিং জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান।তিনি বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভারত-নেপাল সীমান্তের কাছে অভিযান চালিয়ে ২ কিলো ব্রাউন সুগার উদ্ধার হয়।ঘটনায় গ্রেফতার করা হয় এক মহিলা এবং এক ব্যক্তিকে।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করেছে খড়িবাড়ি থানা পুলিশ।আজ তাদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি দার্জিলিং জেলা পুলিশও নেশামুক্ত সমাজ গড়ে তুলতে অভিযান চালাচ্ছে।গত ৩-৪ মাসের মধ্যে প্রায় ৭০ থেকে ৮০টির বেশী মামলা দায়ের হয়েছে।