শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে কোটি টাকার ব্রাউন সুগার ও নগদ টাকা সহ এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করল এসওজি ও প্রধাননগর থানার পুলিশ।ধৃতদের নাম মসিদুর রহমান এবং আনোয়ারা খাতুন।মসিদুর রহমান মালদা এবং আনোয়ারা খাতুন ইসলামপুরের বাসিন্দা।তবে তারা মাটিগাড়া এলাকাতেই থাকতো।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি জংশন সংলগ্ন একটি লজে অভিযান চালানো হয়।সেখানে তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে উদ্ধার হয় ১ কিলো ১০০ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৩ লক্ষ টাকা।এরপরই দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।ধৃত দুজনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
