শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ ৬ কিলো ৭৮০ গ্রাম ব্রাউন সুগার সহ মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করে শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ)।ধৃতের নাম বিষ্ণু ছেত্রী।অসমের তিনসুকিয়ার বাসিন্দা।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বিষ্ণু শর্মা মণিপুর থেকে ব্রাউন সুগার নিয়ে অসম হয়ে শিলিগুড়িতে আসছিল।পানিট্যাঙ্কিতে বিজয় দহাল নামে এক ব্যক্তিকে ব্রাউন সুগার দিত সে।সেই ব্রাউন সুগার নেপালে পাচারের উদ্দেশ্য ছিল বিজয় দহালের।তবে গোপন সূত্রে এই খবর পেয়ে এসটিএফ টিম অসম থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে ফুলবাড়িতে দাড় করায়।সেই বাসে তল্লাশি চালিয়ে বিষ্ণু ছেত্রীর ব্যাগ থেকে ৬ কিলো ৭৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।ঘটনায় গ্রেফতার করা হয় বিষ্ণু ছেত্রীকে।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য এক কোটি টাকারও বেশি।এরপর তদন্তে নেমে বিজয় দহালকে পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার করে এসটিএফ।ধৃত দুজনকে আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।