ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩ পাচারকারী  

খড়িবাড়ি, ৩০ অক্টোম্বরঃ ফের ব্রাউন সুগার সহ গ্রেফতার তিন মাদক পাচারকারী।


জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির গৌড়সিং জোতে অভিযান চালিয়ে একটি চারচাকার গাড়ি থেকে ২৫০গ্রাম ব্রাউন সুগার সহ তিন পাচারকারীকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতরা হল সুদীপ্ত হালদার (৩৫) সুমোত দাস(২০) ও গৌরব পোদ্দার(৩৪)। ধৃতরা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য ৫ লক্ষ টাকা।

রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet girişbetist