শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ ব্রাউন সুগার সহ এক দম্পতিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ।গ্রেফতার দম্পতির নাম রামজি প্রসাদ ভগত এবং অরুনা রাই।দম্পতি মূলত সিকিমের বাসিন্দা হলেও বেশকিছুদিন ধরে ভক্তিনগর থানা অন্তর্গত পাইপ লাইন এলাকায় ভাড়া বাড়িতে থাকছিল।
জানা গিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে যে পাইপ লাইন এলাকার বাসিন্দা এক দম্পতি মাদক পাচার করার উদ্দেশ্যে রয়েছে।এরপরই গতকাল রাতে ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ২৬৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।এরপরই দুজনকে গ্রেফতার করা হয়।এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ ধৃত দম্পতিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, শনিবার রাতে অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম বিষ্ণু রায় এবং প্রদীপ মালো।ধৃতদের হেফাজত থেকে ২৯ পিস নেশার ট্যাবলেট উদ্ধার হয়।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।