শিলিগুড়ি, ১৯ মার্চঃ গোপন সূত্রের খরেরর ভিত্তিতে ২৮৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করলো ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ ও এসওজি।ধৃতের নাম চিরু বর্মন(২৭)। ডাবগ্রাম এলাকার হাউসিং কলোনির বাসিন্দা।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির ফাঁড়াবাড়ির থারুঘাটি এলাকায় হাতবদলের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে এসওজি ও আশিঘর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে যুবকের তল্লাশি চালানো হয়।তার কাছ থেকে উদ্ধার হয় ২৮৫ গ্রাম ব্রাউন সুগার।এরপরই গ্রেফতার করা হয় যুবককে।
গোটা ঘটনার তদন্তে পুলিশ।