খড়িবাড়ি, ৮ আগস্টঃ খড়িবাড়িতে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি পিপি পুলিশ।গ্রেফতার যুবকের নাম হলধন বর্মন(২৫)।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ির গৌরসিং জোতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে পানিট্যাঙ্কি পিপি পুলিশ।যুবকের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার, নগদ ১ লক্ষ ৩৮ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন।ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।