শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারিঃ ব্রাউন সুগার সহ দুই মহিলাকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ, শিলিগুড়ি থানা এবং খালপাড়া ফাঁড়ির পুলিশ।ধৃতদের নাম মোমিনা বেগম এবং শাবানা খাতুন।দুজন সম্পর্কে বোন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসওজি গোপন সূত্রে খবর পায় যে ঝঙ্কারমোড মোড় সংলগ্ন টিউমলপাড়ায় মাদক পাচার হতে চলেছে।এই খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি থানা এবং খালপাড়া ফাঁড়ির সহায়তায় এসওজি অভিযান চালায়।সেইসময় পুলিশের নজরে পড়ে দুই মহিলা তাদের শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
এরপর দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাদের তল্লাশি করে।সেইসময় ব্যাগ থেকে উদ্ধার হয় ৬০০ গ্রাম বেশি ব্রাউন সুগার উদ্ধার করা হয়।এরপর দুই মহিলাকে গ্রেফতার করা হয়।সোমবার গ্রেফতার দুই মহিলাকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।