শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ ২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ যুবক।গ্রেফতার যুবকদের নাম মহম্মদ সোহেল বিশ্বাস(১৯) এবং মহম্মদ সুলেমান(২০)।দুজন মালদার কালিয়াচকের বাসিন্দা।
জানা গিয়েছে, ব্রাউন সুগার নিয়ে মহম্মদ সোহেল বিশ্বাস এবং মহম্মদ সুলেমান কালিয়াচক থেকে শিলিগুড়ির মাল্লাগুড়িতে পৌছায়।সন্দেহজনক দুজন ঘোরাঘুরি করছে এই খবর প্রধাননগর থানা পুলিশের কাছে পৌছায়।খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গ্রেফতার করে।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ২৬০ গ্রাম ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ টাকা।
পুলিশ ধৃত দুজনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।