শিলিগুড়ি,১৭ জানুয়ারিঃ: এসওজি ও এনজেপি থানার অভিযানে উদ্ধার হল ১৫ লক্ষ টাকার ব্রাউন সুগার। এক মহিলা সহ চার জনকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রের খবরে বৃহস্পতিবার রাতে প্রায় ৫৭৬ গ্রাম ব্রাউন সুগার সহ চার জনকে ধরা হয়।
ধৃতদের নাম সুমিত্রা বর্মণ, সুভাষ বর্মণ, আনোয়ার শেখ ও সায়েম শেখ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে মালদা থেকে কোচবিহারে মাদক পাচারের পরিকল্পনা করা হয়েছিল। শিলিগুড়িতে মাদক হাত বদল হতো। কাওয়াখালি সংলগ্ন পোড়াঝাড় এলাকা থেকে চারজনকে ধরা হয়।