খড়িবাড়ি,৩ সেপ্টেম্বরঃ যৌথ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়নের পানিট্যাঙ্কি ও কদোমনি জোতের জওয়ানেরা।ধৃতের নাম বিট্টু ঘোষ।ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এসএসবি সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খড়িবাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে এসএসবি জওয়ানেরা।ধৃতের কাছ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।