শিলিগুড়ি, ১৩ মার্চ: ব্রাউন সুগার বিক্রি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ল এক যুবক।ধৃতের নাম মহম্মদ ইমতিয়াজ।ধৃত আশরাফ নগর এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
জানা গিয়েছে, বুধবার রাতে মহম্মদ ইমতিয়াজ স্কুল ব্যাগে ৩০০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে গ্রাহকের জন্য এনজেপি সংলগ্ন সাউথ কলোনী এলাকায় অপেক্ষা করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্রাউন সুগার সহ হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে এনজেপি থানার পুলিশ।বৃহস্পতিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।