জলপাইগুড়ি,৪ মার্চঃ বৃষ্টির দরুন ধসায় ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার আলুর চাষ। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টির জন্য সদর ব্লকের বিভিন্ন এলাকায় আলুর ধসা রোগ দেখা দিয়েছে। এই সময়ে ওষুধ না দিলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। তাই সব মিলিয়ে চিন্তিত আলু চাষীরা।
এই বিষয়ে জলপাইগুড়ি জেলার ডেপুটি ডাইরেক্টর অফ এগরিকালচার জয়ন্ত পাল জানান, জলপাইগুড়ি জেলার মালবাজারে এখনও পযর্ন্ত একশো হেক্টর জমিতে আলুর ফলন নষ্ট হয়েছে।