ফাঁসিদেওয়া, ১২ ডিসেম্বরঃ বিভিন্ন সময়ে ফাঁসিদেওয়া ব্লকের কাঁটাতারহীন সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগ ওঠে।এই সমস্যা মেটাতে রবিবার বানেশ্বরজোত বিএসএফ ক্যাম্পে আলোচনা সভার আয়োজন করা হয়।এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু।
এদিনের সভায় গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।গরু পাচারের ফলে এলাকার চাষীদের কৃষি জমির ফসল নষ্ট হয়।এই সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়ার আর্জি জানান তারা।এদিন বিএসএফের তরফেও সুরক্ষিতভাবে সীমান্তে নজরদারি চালানো হবে বলে জানানো হয়।
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আমরা এই এলাকার সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য বিধানসভায় দাবি জানাবো।ফাঁসিদেওয়ার এই সীমান্ত আগামীদিনে অন্যতম হয়ে উঠবে।এলাকার মানুষের সমস্যা দ্রুত সমাধান করতে পারবে বিজেপি সরকার।
দারুণ
ধন্যবাদ শঙ্কর দা