কোচবিহার, ২১ মেঃ দিনহাটার গিতালদহে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হল এক পাচারকারী।
বিএসএফ ৯০ নম্বর ব্যাটেলিয়ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে ২০ থেকে ৩০ জনের ভারতের একটি পাচারকারী দল ৩০টি গরু গিতালদহ ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল।অভিযোগ, সেইসময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা পাচারকারী দলটিকে গরু পাচারে বাঁধা দিলে পাল্টা পাচারকারী দলটি বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় এবং গরু পাচারের চেষ্টা করে। বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার্থে গুলি চালায়।সেই গুলির আঘাতে এক পাচারকারী গুরুতর আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়।
বিএসএফ সূত্রে খবর, আহত পাচারকারীর নাম সূর্যজিৎ বর্মন(৩০)।গিতালদহ দক্ষিণ খারিজা গ্রামের পরমানন্দ এলাকার বাসিন্দা।ঘটনার পর আহত পাচারকারীকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।