কোচবিহার, ২৮ জানুয়ারিঃ সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে গুলিবিদ্ধ হল এক বাংলাদেশী পাচারকারী।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার অন্তর্গত চেঙ্গেরখাটা সীমান্ত এলাকায়।জানা গিয়েছে, আহত ওই বাংলাদেশী পাচারকারীর নাম মহম্মদ আলম(৩০)।বর্তমানে কোচবিহার MJN মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই পাচারকারী।
বিএসএফ সূত্রে খবর, শনিবার সকালে গরু পাচারকারী একটি দল সীমান্তে জমায়েত হয়।সেইসময় বিএসএফ তাদের বাঁধা দিলে বিএসএফ উপর হামলা চালায় পাচারকারীরা।পরবর্তীতে বিএসএফ আত্মরক্ষার জন্য গুলি চালায়।পায়ে গুলি লাগে মহম্মদ আলমের।তবে বাকিরা পালিয়ে যায়।পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।গরু পাচারের কথা স্বীকার করে নেয় পাচারকারী মহম্মদ আলম।