রাজগঞ্জ, ৪ সেপ্টেম্বরঃ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বাইক র্যালির আয়োজন।
জানা গিয়েছে, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।তারই অঙ্গ হিসেবে গত ১ সেপ্টেম্বর মেঘালয় থেকে একটি বাইক র্যালি শুরু হয়।সেই র্যালি গতকাল রাতে সেক্টর হেড কোয়ার্টার শিলিগুড়ির রাধারবাড়ি বিএসএফ ক্যাম্পে এসে পৌঁছায়।এই র্যালি ১৭ দিন ধরে যাত্রা করে মেঘালয়,অসম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও দিল্লি পর্যন্ত প্রায় ২৭৯৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে।র্যালিতে সব মিলিয়ে ৩৪ জন জওয়ান অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ১৭ জন মহিলা বিএসএফ জওয়ানও রয়েছেন৷ র্যালিটি আজ সকালে সেক্টর হেড কোয়ার্টার শিলিগুড়ির রাধারবাড়ি বিএসএফ ক্যাম্পে থেকে ফের যাত্রা শুরু করে।
এই বিষয়ে বিএসএফ এর ইন্সপেক্টর জেনারেল অজয় সিং বলেন, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে সীমা সুরক্ষা বলের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।রাষ্ট্রীয় একতা বাড়ানোর জন্য, দেশের প্রতি শ্রদ্ধা ও দেশ প্রেম বাড়ানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি।তাই এই র্যালির আয়োজন করা হয়েছে।এই র্যালির উদ্দেশ্য হল রাস্তায় যেতে যেতে রাষ্ট্রীয় একতার বার্তা দেওয়ার পাশাপাশি নেশা থেকে কিভাবে দূরে যেতে হবে সেই বিষয়ে সচেতন করা।এই বাইক র্যালির মাধ্যমে জওয়ানরা প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারন মানুষকে শিক্ষা প্রদান করবে ও বিএসএফের নানা কাজ সম্পর্কে অবগত করবে বলে জানান তিনি।