শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ পুলিশের সঙ্গে রাখা হবে সহযোগীতা। সেই সহযোগীতাতেই কাজ করবে বিএসএফ। কাজ করার এলাকা বাড়ানো হলেও ক্ষমতা একই রয়েছে। ফলে কোনও সমস্যা হবেনা।
বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি রবি গাঁধী। এদিন কদমতলায় বিএসএফের দফতরে সাংবাদিক বৈঠক করেন তিনি। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্যে বিএসএফের কাজের এক্তিয়ার বাড়িয়ে ১৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। যা নিয়ে বিরোধীতা করছে আসছে রাজ্যের সরকার। এতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে ফেলারও অভিযোগ করা হয়েছে।
যদিও এ দিন সাংবাদিক বৈঠকে বিএসএফ আইজি সেসব প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, বিএসএফ নিয়ম মেনে ও পেশাগতভাবে কাজ করে। পুলিশের সঙ্গে মিলেই কাজ করা হবে। যৌথভাবে অভিযান চালানো হবে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামবাসীদের স্বার্থে বিএসএফ নানা কাজ করে আসছে। বিএসফের হাতে এফআইআর এর ক্ষমতা নেই। কোথাও বিএসএফ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা পুলিশকে জানানোর কথা বলেন তিনি। বিএসএফও তদন্ত করবে। কোনও কর্মীর বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে শাস্তিও দেওয়া হবে বলে জানান।