শিলিগুড়ি, ১ এপ্রিলঃ বেইনিভাবে কর্মী ছাটাই সহ একাধিক দাবিতে শিলিগুড়ি হাসমি চকে অবস্থান বিক্ষোভে সামিল হল ভারত সঞ্চার নিগম লিমিটেড ন্যাশনাল ঠিকা ওয়ার্কার্স কংগ্রেসের কর্মীরা।
জানা গিয়েছে, ভারত সঞ্চার নিগম লিমিটেডে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে ২০ বছর কাজ করার পর গত মাসে পশ্চিমবঙ্গ জুড়ে ১,৩৫০ জন কর্মী ছাঁটাই হয়েছে।যার মধ্যে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং থেকে ২৫০ কর্মী রয়েছেন।তাদের দাবি, ইপিএফ, ইএসআই টাকা সহ বকেয়া বেতন দিয়ে ছাঁটাই কর্মীদের পুনরায় কাজে নিযুক্ত করা হোক।এই কারণে শ্রমিক দিবসে বিক্ষোভে সামিল হন তারা।এদিন কর্মীরা প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এই বিষয়ে সংগঠনের জেলা সম্পাদক রাজীব মন্ডল বলেন, আমাদের দাবি নিয়ে বহুবার প্রশাসনের বিভিন্ন মহলে চিঠি দেওয়া হয়েছে তাতে কোনরকম সুরাহ মেলেনি।এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবো।
