শিলিগুড়ি, ১৫ জানুয়ারিঃ শিলিগুড়ি বিএসএনএল অফিসে জেনারেল ম্যানেজারকে ছয় দফা দাবীতে স্মারকলিপি প্রদান করল এসটিএসএসইইউ সংগঠন।
জানা গিয়েছে, প্রায় ২০ বছর ধরে বিএসএনএল দপ্তরে কাজ করছেন কর্মীরা।আগে কেন্দ্রীয় সরকারের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এর আওতায় টেন্ডার হয়ে কর্মচারীদের বেতন হত।তবে হঠাৎ সেই টেন্ডারে পরিবর্তন আনা হয়েছে।এছাড়া কর্মচারীদের বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছে।এতেই ক্ষুব্ধ হন কর্মীরা।মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এর আওতায় টেন্ডার করিয়ে পুনরায় কর্মচারীদের বেতন চালু করতে হবে এই দাবী জানান তারা।
এদিন ছয় দফা দাবিতে শিলিগুড়ি বিএসএনএল অফিসে জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি জমা দেন এসটিএসএসইইউ এর কর্মচারীরা।তাদের দাবি না মানা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন কর্মীরা।