নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য।তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল।
গত কয়েকবছর ধরে শারীরিক সমস্যা ঘিরে ধরেছিল বুদ্ধদেব বাবুকে।সিওপিডি এর সমস্যায় ভুগছিলেন তিনি।একাধিকবার তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।প্রবল মনোবলের জেরে সুস্থ হয়েও ফিরেছিলেন তিনি।গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।আজ সকালে শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল তার।অক্সিজেন সাপোর্ট দিয়েও কোন লাভ হয়নি।আজ সকালে চিরঘুমের দেশে চলে যান বুদ্ধদেব ভট্টাচার্য।
২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।টানা ১১ বছর মুখ্যমন্ত্রীর দ্বায়িত্ব সামলেছিলেন।তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাম থেকে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা।শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।