বাগডোগরা, ৫ মেঃ গোটা দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বাগডোগরায় পালিত হল বুদ্ধ পূর্ণিমা।এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাগডোগরা দারা গাঁওয়ের বুদ্ধ মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রাটি আপার বাগডোগরার পানিঘাটা মোড় সংলগ্ন বুদ্ধ মন্দির থেকে বের হয়ে বাগডোগরার বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
জানা গিয়েছে, ১৯৭৩ সালে বাগডোগরা দারা গাঁওয়ের বুদ্ধ মন্দিরটি নির্মাণ করার পর আজ ৫০তম বর্ষ পালন করছে মন্দির কমিটি।এদিন শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মালম্বী মানুষেরা অংশগ্রহণ করেন।চিরাচরিত প্রথা মেনে বাদ্যযন্ত্র বাজিয়ে মাথায় পবিত্র ত্রিপিটক বহন করতে দেখা যায়।সুসজ্জিত পালকিতে গৌতম বুদ্ধের বিগ্রহ নিয়ে পরিক্রমা করা হয়।
বুদ্ধ মন্দির কমিটির সভাপতি আকাশ লামা বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান সকলকে।তিনি বলেন, আজকের দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের দিনেই তিনি বুদ্ধত্ব প্রাপ্তি করেছিলেন। শান্তির বাণী পৌঁছে দিয়ে সকল জাতিধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
