শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ কেন্দ্রের বাজেট সম্পূর্ণভাবে জনবিরোধী, শুধুমাত্র কর্পোরেট সেক্টরগুলিকে সুবিধে পাইয়ে দিতেই তাদের এই বাজেট।এই বাজেটে গরীবদের কোন সুবিধে দেওয়া হয়নি।এমনই অভিযোগ তুলে কেন্দ্রের এই বাজেটের বিরোধীতা করে শনিবার আন্দোলনে সরব হল অল ট্রেড ইউনিয়ন অ্যান্ড ফেডারেশন দার্জিলিং জেলা কমিটি।
জানা গিয়েছে, এদিন সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি হাসমি চকে বিক্ষোভ কর্মসূচি গ্রহন করা হয়।কেন্দ্রের বাজেটের বিরোধিতা করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে সিপিএম এর জেলা সম্পাদক সমন পাঠক জানান, অমৃতকাল বাজেট নয়,এটা বিষকাল বাজেট।কেন্দ্রের বাজেটকে এমন ভাষায় কটাক্ষ করেন তিনি।শুধুমাত্র ধনীদের সুবিধে পাইয়ে দিতেই এই বাজেট।কেন্দ্রের এই বাজেটের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করা হবে বলে জানান তিনি।