শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ বুধবার থেকে খুলছে বেঙ্গল সাফারি।পর্যটক ও শহরবাসী ফের সাফারি পার্কে কাটাতে পারবেন সময়।বাসে করে সাফারি করতে পারবেন ও দেখতে পারবেন বাঘ, ভাল্লুক, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণীদের।করোনার স্বাস্থ্যবিধি মেনেই ফের বেঙ্গল সাফারি পার্ক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ আসতেই বন্ধ করে দেওয়া হয় বেঙ্গল সাফারি।রাজ্য সরকারের নির্দেশে পর্যটকদের জন্য বন্ধ করা হয় এই পার্ক।বন্যপ্রানীদের সংক্রমণ থেকে দূরে রাখতেও বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছিল।তবে পুজোর আগে ফের বেঙ্গল সাফারি খোলায় খুশি পর্যটন মহল।
পার্ক খুললেও যাতে খুব বেশী ভিড় না হয় সেদিকে নজর রাখা হবে।এছাড়া প্রত্যেকে যাতে মাস্ক পরে পার্কে ভেতরে প্রবেশ করেন সেদিকেও নজর রাখা হবে বলে জানা গিয়েছে।