আলিপুরদুয়ার, ১৮ আগস্ট: বুনো হাতির হানায় অতিষ্ট চা বলয় ও বনবস্তি এলাকার বাসিন্দারা।ক্ষতিগ্রস্থ সাতটি বাড়ি ও একটি দোকান।ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের শ্রমিক মহল্লায়।
জানা গিয়েছে, শনিবার রাতে একটি বুনো হাতি লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়।প্রথমে মেচপাড়া চা বাগানের পাকা লাইনের চারটি বাড়িতে ও একটি দোকানে হানা দেয়। পরবর্তীতে নীচ লাইনে তিনটি বাড়িতে হানা দেয়।
এলাকার বাসিন্দারা জানান, মাঝেমধ্যেই বুনো হাতি হানা দিচ্ছে এলাকায়। যেকারণে আতঙ্কে রয়েছেন তারা।