কালচিনি, ৪ জানুয়ারিঃ বুনো হাতির হানায় জখম এক ব্যক্তি।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের নিমাতি রাভাবস্তি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে এলাকার বাসিন্দা ধীরেন রাভা (৩৮) প্রাতঃভ্রমণে বের হন।সেইসময় আচমকাই বুনো হাতি তার উপর আক্রমণ করে।এই ঘটনায় জখম হন ব্যক্তি।ঘটনার পর তাকে উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল এবং পরবর্তীতে সেখান থেকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়।বর্তমানে ধীরেন রাভার অবস্থা আশঙ্কাজনক।