খড়িবাড়ি, ২২ নভেম্বরঃ খড়িবাড়ির বুড়াগঞ্জে নতুন রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ।
শুক্রবার খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাদলভিটায় ১.৫ কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ।আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে ১৯ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা করা হবে বলে জানান কিশোরী মোহন সিংহ।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা সুষমা মার্ডি,প্রদীপ মিশ্র সহ অন্যান্যরা।