জলপাইগুড়ি, ২৭ জানুয়ারিঃ বার্ড ফ্লু আতঙ্কের মধ্যে রাজগঞ্জে কয়েকশো মুরগির মৃত্যু।এই খবর ছড়িয়ে পড়তেই জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় এলাকায় অর্ধেক দামে মুরগি বিক্রি করছেন ব্যবসায়ীরা।
জলপাইগুড়ি প্রাণী সম্পদ বিকাশ দফতরের দাবি, জেলার বার্ড ফ্লু এর কোন খবর নেই।মৃত মুরগির নমুনা কলকাতাতে পাঠানো হয়েছে।তবে প্রাথমিক অনুমান ভাইরাস জনিত রোগ ‘রানীক্ষেত’ হওয়ার সম্ভবনা।সকল খামার মালিককে জেলা প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রের তরফে সর্তক করা হয়েছে।এদিকে প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রের তরফে বলা হয়েছে আতঙ্কের কোনো কারণ নেই। মুরগির মাংস ও ডিম ৭০ ডিগ্রি সেলসিয়াস বেশিতে ফুটিয়ে রান্না করলে কোন সমস্যা হবে না।
এদিন অল্প দামে মুরগি কিনিতে হিড়িক পড়ে যায় স্থানীয়দের মধ্যে।