বাগডোগরা, ৪ ফেব্রুয়ারিঃ পাচারের আগে বিপুল পরিমাণ বার্মা টিক কাঠ উদ্ধার করলো বাগডোগরা বনদপ্তর।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা বনবিভাগের কর্মীরা ফাঁসিদেওয়ার ক্যানেল রোডে চেকপোস্টে অসম নম্বরের একটি ট্রাক আটক করে।ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ।ঘটনায় আটক করা হয় ট্রাক চালক ওয়াসিম খানকে।সে হরিয়ানার বাসিন্দা।
বাগডোগরা বন বিভাগের রেঞ্জার সোনাম ভুটিয়া জানান, উদ্ধার হওয়া টিক কাঠের মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। কাঠ বোঝাই ট্রাকটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল।চালকের কাছে কাঠের কোন বৈধ নথি ছিল না।
গোটা ঘটনার তদন্তে বনদপ্তর।

