শিলিগুড়ি, ২ অক্টোবরঃ ৪০ লক্ষ টাকার অবৈধ বার্মাটিক কাঠ সহ গ্রেফতার ২ পাচারকারী।ধৃতদের নাম সামিদিন এবং ইসরাইল।দুজন হরিয়ানার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় সারুগাড়া রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালায় বনকর্মীরা।আটক করা হয় একটি লরি।সেই লরি থেকে উদ্ধার হয় বহুমূল্য বার্মাটিক কাঠগুলি।ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে।
বনদপ্তর সূত্রে খবর, তুষ এবং কাঁচের বস্তার আড়ালে গুয়াহাটি থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি।তবে তার আগেই অভিযান চালিয়ে কাঠ উদ্ধার করা হয়।
শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।