শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ সরকারি বাস দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্য দুর্ঘটনাগ্রস্থ পরিবারগুলির হাতে তুলে দেওয়া হল ক্ষতিপূরণ।
সোমবার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসের কন্ডাক্টর মৃদুল দাস( ৪৮), সন্তোষ মন্ডল(৩৮)এবং ইব্রাহিম শেখ (৩৫)এর।মৃত ৩ জনের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক এবং গুরুতরভাবে আহত শিলিগুড়ির বিদ্যাচক্র কলোনির বাসিন্দা গীতাংশু ঘোষের পরিবারের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।এদিন উত্তববঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিবারগুলির হাতে চেক তুলে দেন তিনি।পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে উত্তরবঙ্গ পরিবহন নিগম।
প্রসঙ্গত, আজ ভোরে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর হাসপাতাল থেকে কিছুটা দূরে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।বিধাননগরে জাতীয় সড়কে একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয় এবং বেশকয়েকজন আহত হন।ভোরেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়৷