মোবাইলে কথা বলছিলেন বাস চালক! বাস দুর্ঘটনায় মৃত্যু ৩ যাত্রীর

শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ লরিতে ধাক্কা সরকারি বাসের৷দুর্ঘটনায় মৃত্যু ৩ যাত্রীর। সোমবার ভোরে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর হাসপাতাল থেকে কিছুটা দূরে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।কলকাতা থেকে বাসটি কোচবিহার যাচ্ছিল।বিধাননগরে জাতীয় সড়কে একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি।দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।


ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনী পৌঁছায়। ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয় বাস থেকে।যদিও পালিয়ে যান বাস চালক।এদিকে যাত্রীদের অভিযোগ, বাসটি দ্রুতগতিতে ছিল। বাস চালক মাঝেমধ্যে মোবাইলে কথাও বলছিলেন।এক হাতে স্টিয়ারিং ধরে রেখেছিলেন।

ভোরেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়৷এই ঘটনায় বেশকয়েকজন যাত্রী জখমও হন।প্রশাসনের তরফে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।বেশকয়েকজনকে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত বাস চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *