শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ দ্রুতগতির স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জংশন ট্রাফিক গার্ডের অন্তর্গত মাল্লাগুড়ি খুদিরাম চকের কাছে।মৃতের নাম রাজু রাজভর(২৮)।৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, দার্জিলিং মোড়ে একটি আসবাবপত্রের দোকানে কাজ করতো যুবক।গতকাল সকালে বাজার করার জন্য যাচ্ছিল।এরপর সকালে ১১.৩০টা নাগাদ মাল্লাগুড়ি খুদিরাম চকের কাছে একটি দ্রুতগতির বাস রাজুকে ধাক্কা মারে।ঘটনার পর আহত যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।চিকিৎসা চলাকালীন গতকাল রাতেই মৃত্যু হয় যুবকের।
মৃতের বাবা জানান, রাজু ছোট ছেলে।ঘটনার ২৪ ঘণ্টা হয়ে গিয়েছে কিন্তু পুলিশ এখনও অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করেনি।ঘাতক বাসটিকেও আটক করা হয়নি।ছেলের মৃত্যুতে শোকে পাথর বাবা ও মা।
ঘটনার পর স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেন।স্থানীয়দের বক্তব্য, প্রশাসনের গাফিলতির কারণেই বেসরকারি স্কুলের বাসচালকদের জন্য সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।এর আগেও বাসের ধাক্কায় মৃত্যু ও একাধিক দুর্ঘটনা হয়েছে।যুবকের মৃত্যুতে অভিযুক্ত বাস চালককে গ্রেফতারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।