শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ শিলিগুড়ির জলপাইমোড়ে একটি বাইক ও এনবিএসটিসি বাসের সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।ঘটনায় সামান্য আহত হন বাইক চালক,
জানা গিয়েছে, এনবিএসটিসি’র বাসটি কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে আসছিল।জলপাইমোড়ে একটি বাইকে ধাক্কা মারে বাসটি।ঘটনায় সামান্য আহত হন বাইকের চালক।খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।