রাজগঞ্জ, ২৯ সেপ্টেম্বরঃ বৃহস্পতিবার বাস ও স্কুটির সংঘর্ষে আহত দুজনের মধ্যে মৃত্যু হল এক যুবকের। আরেকজন আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।মৃত যুবকের নাম হামিদার আলী ও আহত যুবকের নাম আইয়ুব আলী।তাদের বাড়ি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবান এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবক হামিদারের পরিবারে স্ত্রী ও দুই সন্তান ছাড়াও বৃদ্ধ বাবা-মা রয়েছেন।রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন তিনি। তার মৃত্যুতে বর্তমানে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।শুক্রবার পরিবারের সঙ্গে দেখা করলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ, দলনেতা বিজয় দাস সহ এলাকার জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য,বৃহস্পতিবার ফালাকাটা – শিলিগুড়ি রুটের একটি বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল।সেইসময় ভুটকিহাট এলাকায় একটি স্কুটিকে ধাক্কা মারে বাসটি। স্কুটিতে থাকা দুই যুবক ছিটকে পড়ে।গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।জখম দুই যুবকের মধ্যে হামিদার আলীর মৃত্যু হয়েছে।
এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ বলেন, হামিদার রাজমিস্ত্রির কাজ করতেন। পরিবারটি খুব গরিব। আমরা তাদের পাশে আছি। পরিবারটি যাতে সরকারি সাহায্য পায় সেই চেষ্টা করবো। পাশাপাশি আহত যুবকের পরিবারকেও সহযোগিতা করা হবে বলে জানান তিনি।