ফাঁসিদেওয়া, ৩০ এপ্রিলঃ বিয়েবাড়ি থেকে ফেরার পথে চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের।ফাঁসিদেওয়ার জয়ন্তিকার ঘটনা।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার জয়ন্তিকা থেকে বাগডোগরা ফেরার পথে জয়ন্তিকা আন্ডারপাসে বাসের দরজা দিয়ে রাস্তায় পড়ে যায় যুবক।ঘটনার পর তড়িঘড়ি যুবককে বাগডোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে যুবকের মৃত্যু হয়।মৃত যুবকের নাম নেই জুয়াকিম কেরকেট্টা।রাজমিস্ত্রির কাজ করতেন যুবক।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Shh can fiathwuw gaiywhbauw hajgayeuwv. Hagsfajjev