শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হলেন মেয়র গৌতম দেব।আজ করলেন বৈঠক।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হওয়ার পর প্রথম শিলিগুড়ি পুরনিগমে বৈঠক সারলেন মেয়র।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, ডিএম প্রীতি গোয়েল, এসডিও প্রিয়াঙ্কা সিং, ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা সহ একাধিক আধিকারিকেরা।
মূলত তেনজিং নোরগে বাস টার্মিনাসকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করেছেন গৌতম দেব।সেই লক্ষ্যেই শুক্রবার বৈঠক সারেন তিনি।বৈঠক শেষে তিনি জানান, তেনজিং নোরগে বাস টার্মিনাসকে নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।কিভাবে পরিকাঠামো উন্নয়ন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।খুব দ্রুত পরিকাঠামো উন্নয়ন করা হবে।