খড়িবাড়ি,১৫ সেপ্টেম্বরঃ খড়িবাড়ির কেলাবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক তিন মাসের শিশুর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার কেলাবাড়িতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাসকে।ঘটনায় বাসে থাকা এক তিন মাসের শিশুর মৃত্যু হয়েছে।খড়িবাড়ি থেকে শিলিগুড়িতে আসছিল বাসটি।আশঙ্কাজনক অবস্থায় বাস চালক ও এক যাত্রীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।বাকিদের চিকিৎসার জন্য খড়িবাড়ি হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক ট্রাক চালক।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পুলিশ ও ট্রাফিক।পুরো ঘটনায় ট্রাফিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।