শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী বীরেন্দ্র কাপুর ওরফে মাসুম এর বুথ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, ১ নম্বর ওয়ার্ডের সাউথ আম্বেদকর কলোনি এলাকায় নির্দল প্রার্থী বীরেন্দ্র কাপুরের ৪৫ নম্বর বুথ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।যদিও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এই বিষয়ে নির্দল প্রার্থী বীরেন্দ্র কাপুর বলেন, স্থানীয়দের মাধ্যমে বুথ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা জানতে পারি।খবর পেয়েই ঘটনাস্থলে পৌছাই।আগুন লাগেনি, লাগানো হয়েছে।তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় পাঠকের ওপর অভিযোগ তুলেছেন তিনি।এই ঘটনা নিয়ে পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন বলে জানান।