কালচিনি, ৭ নভেম্বরঃ বক্সা পাহাড়ের প্রতিটি গ্রামের মানুষ দুয়ারে পাবেন সরকারি পরিষেবা।বক্সা পাহাড়ের বাসিন্দাদের প্রতিকূলতার কথা মাথায় রেখে এমনটাই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ ও বিভিন্ন বিভাগের আধিকারিকরা বক্সার বিভিন্ন গ্রামে পৌঁছে বাসিন্দাদের পরিষেবা দেবেন।
ভুটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার সবচেয়ে সুন্দর এবং দুর্গম এলাকা বক্সা পাহাড়।সেই বক্সা পাহাড়ে রয়েছে ১৩টি গ্রাম।মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ১৩টি গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে পরিষেবা প্রদান করা হবে।এর আগে ২০২১ সালের আগস্ট মাসে বক্সা দুর্গের ময়দানে বসেছিল দুয়ারে সরকার শিবির।সেখানে ১২টি গ্রামের বাসিন্দারা এই শিবিরে পরিষেবা নিয়েছিলেন।তবে এবারে মুখ্যমন্ত্রীর নির্দেশে বক্সা, লেপচাখা, আদমা, তাসিগাঁও সহ মোট ১৩টি পাহাড়ি গ্রামের প্রতিটি বাড়িতে চলে যাবেন বিডিও প্রশান্ত বর্মন।
সাধারণত যে কোনও প্রয়োজনে বক্সা পাহাড়ের মানুষদের নেমে আসতে হয় রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত অফিস অথবা কালচিনির বিডিও অফিসে, যা তাদের জন্য যথেষ্ট সময় সাপেক্ষ ও কষ্টের।তাই এবার এই পাহাড়ি গ্রামের বাসিন্দারা যাতে সমস্ত সরকারি পরিষেবা তাদের গ্রামেই পান সেই জন্যই এই কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের প্রতিটি মানুষ সুবিধা পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সরকারি আধিকারিকদের নিয়ে ওই শিবিরগুলিতে উপস্থিত থাকবেন।সেখানকার মানুষদের প্রতিকূল জীবনযাত্রার কথা মাথায় রেখে মুলত এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।