আলিপুরদুয়ার, ২৭ ডিসেম্বরঃ বছরের শেষে উত্তরে জাঁকিয়ে পড়ল শীত।সোমবার রাতে শিলাবৃষ্টিতে বরফের সাদা চাদরে ঢাকা পড়লো বক্সা পাহাড়ের ছোট গ্রাম লেপচাখা।সোমবার রাতে ব্যাপক শিলাবৃষ্টি হয় বক্সা পাহাড়ে।
জানা গিয়েছে, সোমবার দুপুরের পর থেকে আলিপুরদুয়ার জেলায় বক্সা লেপচাখা এলাকায় তাপমাত্রা কমতে থাকে।এরপর সোমবার রাত ১১ টা নাগাদ শিলাবৃষ্টি হয়।শিলাবৃষ্টি অল্প সময়ের জন্য হলেও গোটা গ্রাম সাদা বরফে ঢেকে যায়।মঙ্গলবার সকালেও লেপচাখা গ্রামের বিভিন্ন জায়গায় বরফের দেখা মিলেছে।