আলিপুরদুয়ার, ২০ মার্চঃ বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘেদের খাদ্য ভান্ডার সুনিশ্চিত করতে বীরভূমের বল্লভপুর অভয়ারণ্য থেকে ১০৪ টি চিতল হরিণ ছাড়া হল।
সোমবার বক্সা জঙ্গলে হরিণগুলিকে ছেড়ে দেওয়া হয়।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ধকল কাটিয়ে হরিণ গুলিকে সুস্থ অবস্থাতেই প্রকৃতিতে উন্মুক্ত করা হয়েছে।এদিন চারটি কন্টেনারে চাপিয়ে হরিণ গুলিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হয়।এরপর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় হরিণগুলিকে।