ফের বক্সার জঙ্গলে ছাড়া হল চিতল হরিণ

আলিপুরদুয়ার, ৩ মার্চঃ বাঘেদের খাদ্যভান্ডার সুনিশ্চিত করতে ফের বক্সার জঙ্গলে ছাড়া হল চিতল হরিণ।


জানা গিয়েছে, শনিবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তা ও পশু চিকিৎসকদের উপস্থিতিতে চিতল  হরিণগুলি ছাড়া হয়।এদিন প্রায় ৯০টি হরিণ ছাড়া হয়েছে।

এই চিতল হরিণগুলিকে বর্ধমান জেলার অন্তর্গত রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে আনা হয়েছিল বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom